রাজশাহীর গোদাগাড়ীর চরের পদ্মা নদীর ভাঙনে দুই সপ্তাহের ব্যবধানে ১৬০ পরিবার ও ফসলী জমি নদীর গর্ভে বিলীন হয়ে দিশেহারা হয়ে পড়েছে মানুষ। উপজেলার আষাড়িয়াদহ ইউনিয়নের চরের ভূখণ্ড প্রতিবছর নদী ভাঙনের কারণে কমছে। সরেজমিনে দেখা গেছে, পদ্মা নদী লাগোয়া হঠাৎপাড়া, চর বয়ারমারি, কামারপাড়া, জামাইপাড়া ও আমতলা খাসমহল গ্রামে ভাঙন চলছে। জামাইপাড়া গ্রামের সাইদুর রহমান জানান, তার বাড়ির অর্ধেক নদীতে ভেঙে গেছে, বাকি অংশ নৌকায় তুলছেন। তিনি বলেন, “পদ্মার ভাঙনে এর আগে দুইবার বাড়ি সরিয়েছি। এবার আর চরে থাকার জায়গা নেই। তাই বাড়িঘর ভেঙে ভাইয়ের বাড়িতে চলে যাচ্ছি।” জহুরুল ইসলাম জানান, “পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙন আরও বেড়ে গেছে। এই কয়েকদিনে কমপক্ষে চার রশি ভূমি নদীতে নেমেছে। প্রায় ১৫০ পরিবার ইতিমধ্যেই এপারে চলে এসেছে, আরও অনেকে আসার প্রস্তুতি নিচ্ছে।” বয়রামারি গ্রামের গৃহবধূ...