নিহত তিনজন হলেন যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক আবু জাফর (৩৫), উপজেলার বসুন্দিয়া গ্রামের ট্রাকশ্রমিক আক্তার হোসেন (৫০) ও বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের নিক্কন আঢ্য (২৮)। নিক্কন আঢ্য নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের বাঁ পাশে বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। ধাক্কায় বাসের সামনের কাচ ভেঙে বাঁশের পেছনের অংশ বাসের ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে মারা যান বাসযাত্রী আক্তার হোসেন। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় আবু জাফর ও এসআই নিক্কন আঢ্যকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। জরুরি...