ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ক্যাফেটেরিয়ায় খাবারের নিম্নমান ও কর্মচারীদের হাফপ্যান্ট পরে কাজ করাসহ নানা অব্যবস্থাপনার অভিযোগে ক্যাফেটেরিয়া ম্যানেজারের সঙ্গে তীব্র কথোপকথনে জড়ালেন নবনির্বাচিত হল সংসদ ভিপি আজিজুল হক।গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ক্যাফেটেরিয়া পরিদর্শনে গিয়ে তিনি নানা অনিয়ম দেখতে পান এবং ম্যানেজারকে সরাসরি সতর্ক করে ১৫ দিনের আলটিমেটাম দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “১৫ দিনের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনুন। শিক্ষার্থীরা যেন বলতে পারে সূর্যসেন হলের ক্যাফেটেরিয়া ভালো হয়েছে। না হলে ১৫ দিন পরে দায়িত্ব ছাড়ার মানসিক প্রস্তুতি নিন।”ভিপি আজিজুল হক ম্যানেজার মোহাম্মদ নোমানকে উদ্দেশ করে ক্ষোভ প্রকাশ করে বলেন,“আপনারা শিক্ষার্থীদের পচা আলু খাওয়াচ্ছেন, ডালের মধ্যে ডালই নেই। ৪২ বছর ধরে ক্যাফেটেরিয়া চালাচ্ছেন অথচ সামান্য উন্নতিও হয়নি। রান্নাঘরের কর্মচারীদের মাথায় ক্যাপ নেই, সিগারেটের ফিল্টার ছড়িয়ে আছে, কয়েকজন হাফপ্যান্ট পরে কাজ করছে।...