বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও হঠাৎ বেড়ে গেছে আক্রান্তের সংখ্যা। জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। নতুন আক্রান্ত হয়ে জয়নব বিবি (৪৫) নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে। সোমবার (১৫ সেপ্টেম্বর ) ভোররাত সাড়ে ৪টার দিকে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত জয়নব বিবি বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের আইয়ুব আলীর মেয়ে। সোমবার বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৪২ জন। বেতাগী ৪, বামনা ১, আমতলী ১ এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১০৬ জন। এ বছর জেলায় এখন...