১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ পিএম ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক সরাসরি সতর্ক করেছেন, যদি ভারত শুল্ক কমাতে উদ্যোগী না হয়, তবে দুই দেশের মধ্যে ব্যবসা চালিয়ে যাওয়া ভারতের জন্য কঠিন হয়ে পড়বে। বিশেষ করে কৃষিপণ্য আমদানির ক্ষেত্রে ভারতের অনীহা যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ করছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন লুটনিক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার (১৫ সেপ্টেম্বর) পিটিআইয়ের বরাত দিয়ে তার বক্তব্য প্রকাশ করেছে। প্রশ্ন ছিল— ভারত, কানাডা ও ব্রাজিলের মতো মিত্র দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করে সম্পর্ক নষ্ট করছে কিনা। এর জবাবে লুটনিক জানান, সমস্যা আসলে সম্পর্কের একমুখী ধারা। ভারত নিজেদের পণ্য যুক্তরাষ্ট্রে বিক্রি করছে, কিন্তু মার্কিন বাজারের জন্য নিজেদের বাজার...