‘হ্যাঁ, তোমরা ভারত ক্রিকেট দল। হ্যাঁ, তোমরা বিশ্বের সেরা দল…কিন্তু খেলা শেষে হাত মেলাওনি। এতেই তোমাদের আসল রূপ প্রকাশ পায়! পাকিস্তানের খেলোয়াড়েরা অপেক্ষা করছিল, কিন্তু ভারতের খেলোয়াড়েরা সোজা ড্রেসিংরুমে চলে গেল! আইসিসি কোথায়’—সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কথাগুলো লিখেছেন রশিদ লতিফ। পাকিস্তানের সাবেক অধিনায়ক লতিফ ভালো করেই জানেন, আইসিসির কাছে ‘সুবিচার’ চেয়ে লাভ নেই। কারণ, সেখানকার শীর্ষ পদে বসে আছেন এক ভারতীয়—জয় শাহ। তবু বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে ক্রিকেটীয় চেতনা সমুন্নত রাখার আকুতি জানিয়েছেন লতিফ। খেলাধুলায় দুই দলের বা দুই পক্ষের হাত মেলানো শুধু তো আর আনুষ্ঠানিকতা নয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও এটি পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক। ক্রিকেটে টসের সময় দুই অধিনায়ক সাধারণত হাত মেলান। ফল যা–ই হোক, দুই দলের খেলোয়াড়েরা হাত মিলিয়েই খেলার ইতি টানেন। কিন্তু দুবাইয়ে গত রাতে পাকিস্তানের...