মালয়েশিয়ার অন্তত ১০ জন সংসদ সদস্যকে ডিপফেক যৌন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইলের শিকার হতে হয়েছে। হামলাকারীরা ভিডিও প্রকাশ না করার শর্তে প্রত্যেকের কাছ থেকে ১ লাখ মার্কিন ডলার দাবি করেছে। শিকারদের মধ্যে বেশির ভাগই প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিমের জনগণের ন্যায়বিচার পার্টি (পিকেআর)-এর সদস্য। যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল জানিয়েছেন, সপ্তাহান্তে এমপিদের একই ধরনের ইমেল পাঠানো হয়েছে। ইমেলে বলা হয়েছিল যে, নির্দিষ্ট কিউআর কোডের মাধ্যমে অর্থ প্রদান না করলে ভিডিওগুলি জনসমক্ষে প্রকাশ করা হবে। ইমেলগুলোতে ডিপফেক ভিডিওর স্ক্রিনশট সংযুক্ত ছিল, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বলে সরকার ধারণা করছে। মালয়েশিয়ার ইতিহাসে এটি এককভাবে সবচেয়ে বেশি সংখ্যক রাজনীতিবিদকে লক্ষ্য করে পরিচালিত ব্ল্যাকমেইল প্রচেষ্টা। এর আগে ব্ল্যাকমেইল সাধারণত সিনিয়র নেতা বা প্রভাবশালী ব্যক্তিদের লক্ষ্য করত। তদন্তে দেখা গেছে, ইমেলগুলোতে প্রায় এক ধরনের লেখা ব্যবহার করা হয়েছে...