ব্রিটিশ সরকার জানিয়েছে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র পারমাণবিক শক্তি জোরদার করতে এক সঙ্গে কাজ করার জন্য চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সফরকালে একটি চুক্তি স্বাক্ষর করবে। রয়টার্স জানিয়েছে, সম্প্রতি পারমাণবিক শক্তি বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার। এ লক্ষ্যে নতুন প্ল্যান্ট তৈরিতে ১৯০০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে তারা। এই প্রকল্পে দেশটির প্রথম ছোট মডুলার চুল্লি (এসএমআর) তৈরি হবে। ট্রাম্প দুই দিনের এক সফরে মঙ্গলবার যুক্তরাজ্য যাবেন। সফরকালে তিনি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পারমাণবিক শক্তি চুক্তির ঘোষণা দেবেন। এই সহযোগিতার লক্ষ্য হল নতুন প্রকল্প ও বিনিয়োগ তরান্বিত করা। এগুলোর মধ্যে ইংল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলে ১২টি অত্যাধুনিক মডুলার চুল্লি নির্মাণ অন্যতম। মার্কিন পারমাণবিক চুল্লি কোম্পানি এক্স-অ্যানর্জি ও ও ব্রিটেনের জ্বালানি কোম্পানি সেন্ট্রিকা এসব চুল্লি নির্মাণের ঘোষণা দেবে বলে ধারণা করা হচ্ছে। মধ্য...