ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী পশ্চিমবঙ্গের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতির পদে মনোনয়ন জমা দিয়েছেন। রাজ্য ক্রিকেট সংস্থায় অন্য কোনও প্রার্থী না থাকায় ২২ সেপ্টেম্বরের নির্বাচনে বড় ভাই স্নেহাশিষ গাঙ্গুলীর উত্তরসূরি হিসেবে তার সভাপতি হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। সিএবির বিবৃতিতে সৌরভ জানিয়েছেন, ‘সবাইকে ধন্যবাদ জানাই সমর্থনের জন্য। সিএবিতে কোনও বিরোধিতা নেই, সবাই এই সংগঠনের অংশ। আমরা একসঙ্গে কাজ করব সিএবি ও বাংলার ক্রিকেটকে এগিয়ে নিতে। গুরুত্বপূর্ণ কিছু ইভেন্ট সামনে—ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট, টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ, বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। আমি যথাসাধ্য চেষ্টা করবো।’ ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত সিএবির সভাপতি ছিলেন সৌরভ। এরপর ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত ছিলেন বিসিসিআইয়ের সভাপতি। সেই দায়িত্ব...