রংপুরের তারাগঞ্জে পাঁচ মাসের কন্যশিশুকে গলা কেটে হত্যা করেছেন তুলসি রানী নামে এক মা। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। শিশুটির স্বজনদের বরাতে পুলিশ জানায়, অভিযুক্ত মানসিক সমস্যায় ভুগছেন।আরো পড়ুন:শিবচরে হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা‘সঠিক বিচারিক প্রক্রিয়ায় হাসিনাকে ফাঁসিতে ঝুলানো নিশ্চিত করা হবে’ ‘সঠিক বিচারিক প্রক্রিয়ায় হাসিনাকে ফাঁসিতে ঝুলানো নিশ্চিত করা হবে’ স্থানীয়রা জানান, শিশুটি তার দাদির কাছে থাকত। সকালে কান্নাকাটি করায় দাদি পাতানী রানী শিশুটিকে মা তুলসি রানীর হাতে দেন দুধ খাওয়ানোর জন্য। কিছুক্ষণ পর শিশুটিকে ঘরে নিয়ে গলা কেটে হত্যা করেন তুলসি রানী। শিশুটির বাবা হোটেল শ্রমিক বাবু লাল বলেন, “কিছু বুঝে উঠতে পারছি না। মাসখানেক ধরে বউ অসুস্থ। বাচ্চাটা আমার মায়ের কাছে থাকত। আজ ভোরে দুধ খাওয়ার জন্য কান্না করছিল মেয়ে।...