ট্রেডমার্ক বিতর্কে পাকিস্তানের সাত্তার বকশের কাছে হেরে গেলো বিশ্বখ্যাত কফি ব্র্যান্ড স্টারবাকস। পাকিস্তানি ক্যাফেটি শুধু নিজেদের কফির জন্য নয়, বরং এর ব্যতিক্রমী ব্র্যান্ডিং নিয়েও আলোচনায় আসে। তাদের সবুজ বৃত্তাকার লোগোতে গোঁফওয়ালা এক ব্যক্তির ছবি, যা অনেকের কাছে স্টারবাকসের বিখ্যাত মৎসকন্যা লোগোর ব্যঙ্গাত্মক সংস্করণ বলে মনে হয়েছে। এ নিয়ে আইনি লড়াই শুরু করে স্টারবাকস। কিন্তু শেষ পর্যন্ত সাত্তার বকশের পক্ষেই রায় দিয়েছেন পাকিস্তানের আদালত। গত ৪ সেপ্টেম্বর ‘ট্রেন্ডস ইন ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রিসার্চ’ (টিআইপিআর) জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে এই রায়ের কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটি লিখেছেন ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি লাহোরের ড. হাসান মুরাদ। টিআইপিআর হলো একটি দ্বিবার্ষিক পিয়ার-রিভিউ করা, ওপেন-অ্যাক্সেস জার্নাল, যা অনলাইনে এবং মুদ্রিতভাবে প্রকাশিত হয়। এতে সাধারণত ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বিষয়ক লেখা প্রকাশিত হয়। ২০১৩ সালে উদ্যোক্তা রিজওয়ান...