শিশুরা ঠিকভাবে নিজেদের শারীরিক সমস্যা বোঝাতে পারে না। তাই বাবা-মাকে সচেতন থাকতে হয়, বিশেষ করে কিডনি সংক্রান্ত সমস্যা নিয়ে। এখনকার দিনে অনেক শিশুই কিডনির নানা ধরনের সমস্যায় ভুগছে। তবে ভালো খবর হলো—সময়মতো লক্ষণগুলো চিনে নিলে বড় বিপদ এড়ানো সম্ভব।যে লক্ষণগুলো দেখলে আপনার শিশুকে চিকিৎসকের কাছে নেওয়া জরুরি- মুখ বা শরীর ফুলে যাওয়া- প্রস্রাব একেবারে বন্ধ হয়ে যাওয়া বা খুব কম হওয়াশিশুর রক্তশূন্যতা নিয়ে সচেতন হোন- ৫ বছর বয়স পেরিয়েও বিছানা ভেজানো (নাইট টাইম এনিউরেসিস)আরও পড়ুন :ইলেকট্রোলাইট ড্রিংকস কারা খাবেন, কারা খাবেন নাআরও পড়ুন :বয়স ৩০ পেরোলেই নারীদের যেসব টেস্ট করানো দরকার- অতিরিক্ত পানি খাওয়া এবং ঘন ঘন প্রস্রাব- খাবারে অনীহা, বমি বা বমি বমি ভাব- শরীরের স্বাভাবিক হারে বৃদ্ধি না পাওয়া- শিশু ফ্যাকাসে বা দুর্বল দেখানো- বারবার প্রস্রাবে ইনফেকশন হওয়া-...