ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক—যেখানেই চোখ রাখেন, এখন একটা ট্রেন্ড দারুণ জনপ্রিয়: 10 Seconds Back To Back, অর্থাৎ ফলো করলেই ১০ সেকেন্ডের মধ্যে ফলো ব্যাক!এই ট্রেন্ডে নিয়মটা সহজ। কেউ আপনাকে ফলো করল আর আপনি তার পোস্টে গিয়ে কমেন্ট করলেন—‘তুমি আমাকে ফলো দাও, আমি ১০ সেকেন্ডেই ফলো ব্যাক করব।’ ঠিক তখনই শুরু হয় এই মজার খেলা!কেন জনপ্রিয় হচ্ছে এই ট্রেন্ড?দ্রুত সংযোগ:১০ সেকেন্ডে রেসপন্স—এই ফাস্ট অ্যাকশন অনেককে আকর্ষণ করছে।এক্সচেঞ্জ ফিলিং:‘আমি দিলাম, তুমিও দাও’—এই মনস্তত্ত্ব কাজ করে।ডাবিং নিয়ে সুখবর দিল ইউটিউবসোশ্যাল প্রমাণ:ফলোয়ার বাড়ছে মানে প্রোফাইল 'ভ্যালুয়েবল'—এই ভাবনাও অনেকে পছন্দ করে।গেমিং ফিলিং:অনেকটা ছোট্ট এক সোশ্যাল গেমের মতো—ত্বরিত প্রতিক্রিয়া, রিয়েলটাইম নোটিফিকেশন, মজাই মজা!ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াকেও দেখা গেছে এই ট্রেন্ডে অংশ নিতে। মানে বিষয়টা এখন শুধু নেটিজেনদের মধ্যে সীমাবদ্ধ নয়, সেলেবরাও এনগেজ হচ্ছেন!তবে সাবধান...এই ট্রেন্ড...