শিশুটির দাদি পাতানি বালা শোকাহত কণ্ঠে বলেন, ছেলের বউ তুলসী কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ। তাকে নিয়ে আজ চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যাওয়ার কথা ছিল। আজ সকাল ৬টায় আমি নাতনিকে দুধ খাওয়াতে বলি। সে দুধ খাওয়াতে ঘরে ঢোকে আমার এই ফুটফুটে নিষ্পাপ ৫ মাস বয়সী নাতনিকে রান্না কাজে ব্যবহৃত কাটারি (ছুরি) দিয়ে গলা কেটে হত্যা করে উঠানে ফেলে দেয়। সে যে এমন ভয়াবহ ঘটনা ঘটাবে তা আমরা কেউ কল্পনাও করতে পারি নাই।স্ত্রীর পক্ষে নির্বাচনী প্রচার, বাধ্যতামূলক অবসরে ডিআইজিপ্রতিবেশী আজো বালা বলেন, কিছুদিন ধরে তুলসী মানসিক বিকারগ্রস্ত ছিলেন। দুই-তিন ধরে সে নিজেও খান না, শিশুটিকেও খাওয়ান না। প্রতিবেশীরা বলাবলি করলে শিশুটিকে দুধ খাওয়ান। কিন্তু আজ শিশুটিকে তার মা গলা কেটে হত্যা করে মারি ফেলায় (মেরে ফেলায়)।ঘটনার পর তুলসী রানী নিজেই ভয়াবহ হত্যাকাণ্ড...