মাদারীপুরের শিবচরে উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান। নতুন কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন শিবচর পৌরসভার সাবেক কমিশনার শাহাদাত হোসেন খান এবং সদস্য সচিব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সহ-সভাপতি সোহেল রানা। মাত্র ৩৩ বছর বয়সে উপজেলা বিএনপির সদস্য সচিব নির্বাচিত হওয়ায় সোহেল রানাকে তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে দেখছেন অনেকে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বেগম নাদিরা মিঠু, জহের গোমস্তা, শাজাহান মোল্লা সাজু, মোতাহার হোসেন হাওলাদার ও শহিদুল ইসলাম দিপু। অন্যান্য সদস্যরা হলেন— কামাল জামান নুর উদ্দিন মোল্লা, আবু জাফর চৌধুরী, ইয়াজ্জেম হোসেন রোমান, আবুল বাসার সিদ্দিকী,...