জামালপুরের সরিষাবাড়ীর রাশেদুল ইসলাম রঞ্জু প্রাকৃতিক উপায়ে হাঁস, দেশি মুরগি, রাঁজহাস, টাইগার মুরগি, তিতির, কোয়েল পাখি, টার্কি, মিশরী ফাউমি ও সোঁনালী মুরগির ডিম ফুটিয়ে বাচ্চা বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন। তার উদ্যোগে বহু বেকার নারী-পুরুষও হাস-মুরগির খামার গড়ে তুলতে পেরেছেন। রঞ্জু উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারের মৃত গিয়াস উদ্দিন মন্ডলের ছেলে। সরেজমিনে দেখা গেছে, রঞ্জু তার নিজ বাড়ীতে টিনের ঘরে বৈজ্ঞানিক পদ্ধতিতে ডিম ফোটানোর যন্ত্র (ইনকিউবেটর) স্থাপন করেছেন। প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী ও পুরুষেরা ডিম নিয়ে আসেন হ্যাচারিতে বাচ্চা ফুটানোর জন্য। প্রতি সপ্তাহে সোমবার ও শুক্রবার ক্রেতারা ভিড় জমান হ্যাচারি পল্লিতে বাচ্চা সংগ্রহ করতে। প্রতিটি ডিম ফুটানোর জন্য নির্ধারিত খরচ মাত্র ৫ টাকা। ফোনের মাধ্যমে অর্ডার করলে নির্দিষ্ট ঠিকানায় বাচ্চা পৌঁছে দেওয়া হয়। বাচ্চা ফুটানোর জন্য প্রাকৃতিক উপায়েও তাপ...