টোল আদায়ে পদ্মা সেতুতে আধুনিক নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। সোমবার দুপুর ২টা থেকে চালু হতে যাওয়া নতুন এ ব্যবস্থায় ফলে গাড়ি থামানো ছাড়াই নির্ধারিত লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে। সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পদ্মা সেতুতে ইটিসি চালু, ট্যাপ অ্যাপে রেজিস্ট্রেশন ও মাওয়া আরএফআইডি বুথে ট্যাগ যাচাই শেষে থামা ছাড়াই টোল পরিশোধ করে পারাপার করা যাবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মাসুদ রানা শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ থেকে লাইভ পাইলটিং শুরু হয়েছে। এখানে টোল আদায় করা হবে। পাশাপাশি কেউ চাইলে সেখানেই ইটিসি রেজিস্ট্রেশন করতে পারবে। তবে এজন্য গাড়িতে বিআরটিএর অনুমোদিত আরএফআইডি থাকতে হবে।" এর আগে ২০২৩ সালেও...