পৃথক বিশ্ববিদ্যালয় করার দাবি পূরণ না হলেও নিজের ‘স্বতন্ত্র কাঠামো’ বজায় রাখার দাবিতে এবার তারা আন্দোলনে নেমেছেন। অর্ধশতাধিক শিক্ষার্থী সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কলেজের সামনের সড়কে অবস্থান নিলে মহাখালীর আমতলী থেকে গুলশানের পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই সড়কে তৈরি হয় যানজট। বনানী থানার পরিরদ্শক (অপারেশসনস) এ কে এম মইনুদ্দিন বলেন, “আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি, তাদেরকে সড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হচ্ছে।” শিক্ষার্থীরা প্রথমে সরে যেতে রাজি না হলেও ঘণ্টাখানেক...