ঢাকা: ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের পাহাড়ি ও বন্য অঞ্চলের পথ দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশের সময় আট জনকে আটক করেছে স্থানীয় দুমাই পুলিশ। আটককৃতদের মধ্যে ৭ জন ইন্দোনেশীয় এবং এক বাংলাদেশি নাগরিক হাসান রয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানান রিয়াউয়ের পুলিশ প্রধান ফ্যানি ওয়াহিউ কুর্নিয়াওয়ান। ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশের দুমাই এলাকার লুবুক গাউং থেকে একজন বাংলাদেশি নাগরিক ও একজন নৌকার মাঝিসহ মোট ৮ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে মানবপাচারের মূল হোতাকেও গ্রেফতার করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে দুমাই পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যে জানা যায়, একটি সাদা রঙের দাইহাতসু তেরিওস গাড়িতে করে অবৈধ অভিবাসীদের মালয়েশিয়ায় পাচার করা হচ্ছিল। পুলিশ জানায়, আটক ব্যক্তিরা পাহাড়ি ও দুর্গম বনাঞ্চল পেরিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের...