মার্কিন স্থানীয় সময় রোববার (১৪ সেপ্টেম্বর) লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনের পিকক থিয়েটারে বসেছিল জমকালো ৭৭তম প্রাইমটাইম এমি পুরস্কারের আসর। টেলিভিশন অভিনয়শিল্পীদের মর্যাদাকর এই আয়োজনে মাত্র ১৫ বছর বয়সে এমি জয় করে ইতিহাস গড়লেন কিশোর অভিনেতা ওয়েন কুপার। নেটফ্লিক্সের মিনি সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ অভিনয়ের জন্য সবচেয়ে কনিষ্ঠ অভিনেতা হিসেবে এ পুরস্কার জিতলেন তিনি। ইংল্যান্ডের ওয়ারিংটনে জন্মগ্রহণ করা এই অভিনেতার বয়স যখন মাত্র ১৪, তখনই ব্রিটিশ ড্রামা সিরিজটির চারটি পর্বের দৃশ্যধারণ করা হয়েছিল। এমির মঞ্চে দাঁড়িয়ে ওয়েন কুপার বলেন, ‘এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা আমার পরিবার, বাড়ির মানুষদের জন্যও অনেক বড় অর্থ বহন করে। তাই, হ্যাঁ, এটি আমার জন্য সত্যিই অনেক বড় বিষয়।’ এই কিশোর অভিনেতা জানান, যখন তিনি নাটক শেখা শুরু করেছিলেন, তখন তিনি কল্পনাও করেননি যে যুক্তরাষ্ট্রে অভিনয় করবেন। তিনি বলেন,...