রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচার শুরু হয়েছে আজ (১৫ সেপ্টেম্বর)। গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চূড়ান্ত প্রার্থীতালিকা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা ঘোষণার পর থেকে প্রার্থীরা নিয়ম অনুযায়ী প্রচার চালাতে পারবেন। নির্বাচনি প্রচার চলবে ২৪ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত। নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, প্রার্থীতালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে ভোট গ্রহণের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচার চালানো যাবে। তবে, প্রার্থী ও ভোটার ছাড়া অন্য কেউ বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারে অংশ নিতে পারবেন না। সাদা-কালো পোস্টার ব্যবহার করা যাবে, যার আকার হবে— দৈর্ঘ্য সর্বোচ্চ ৬০ সেন্টিমিটার এবং প্রস্থ ৪৫ সেন্টিমিটার। ভবনের দেয়ালে লেখালেখি বা পোস্টার লাগানো নিষিদ্ধ। প্রার্থী পরিচিতি সভা ছাড়া অন্য কোনো সভায় মাইক ব্যবহার...