চাঁদপুরের ফরিদগঞ্জে গাঁজা সেবন ও বহনের অপরাধে এক যুবদল কর্মীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত ১২টার দিকে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঘোড়াশালা বাজারের সামনে থেকে স্থানীয়রা মাদকসেবী ও ব্যবসায়ী হিসেবে পরিচিত রাসেল হোসেনকে (২৯) আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় তার কাছ থেকে প্রায় ১০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটককৃত রাসেল হোসেন পশ্চিম রূপসা গ্রামের ওবায়দুল্লাহ বেপারির ছেলে। এলাকাবাসীর দাবি, তিনি স্থানীয় যুবদলের কর্মী। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, “স্থানীয়দের হাতে আটক হওয়ার পর রাসেলকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে...