ঢাকা শহরকে ইতিমধ্যেই বলা হয় বিশ্বের অন্যতম যানজটপূর্ণ শহর। প্রতিদিন লাখ লাখ মানুষকে যানজটের ভোগান্তি পোহাতে হয়। কিন্তু এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে এক নতুন সংকট—ইঞ্জিনচালিত রিকশা বা ব্যাটারিচালিত অবৈধ যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল। এসব গাড়ির কোন লাইসেন্স নেই, নেই সরকারের অনুমোদন। ফলে একদিকে যেমন সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে নগরবাসীর দুর্ভোগ বেড়েই চলেছে। রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে গলিপথ প্রায় সর্বত্রই ইঞ্জিনচালিত রিকশার আধিপত্য লক্ষ্য করা যায়। এই যানবাহনগুলো একদিকে সাধারণ রিকশার সঙ্গে প্রতিযোগিতা করছে, অন্যদিকে বেআইনিভাবে প্রধান সড়কেও চলাচল করছে, যার ফলে যানজট আরও তীব্র হচ্ছে। যাত্রী ও পথচারীদের অভিযোগ, এই ইঞ্জিনচালিত রিকশাগুলোর অধিকাংশই নিবন্ধনবিহীন। ফলে সরকারের ট্রাফিক বিভাগ এদের থেকে কোন ট্যাক্স, ভ্যাট বা লাইসেন্স ফি আদায় করতে পারছে না। ফলাফল—সরকার বছরে হাজার হাজার...