নগরজীবনের ব্যস্ততা আজ মানুষকে এমন বাস্তবতায় দাঁড় করিয়েছে, যেখানে চার দেয়ালের ফ্ল্যাটই জীবনযাপনের কেন্দ্র। ছোট ঘর, সীমিত স্থান, আর একইসঙ্গে স্বাস্থ্যবিধি ও ইবাদতের প্রয়োজনীয়তা মানুষকে নতুন সংকটে ফেলেছে। অনেকে নামাজের সময় ঘনিয়ে এলে দ্বিধায় পড়ে যান—যদি আলাদা কোনো অজুখানা না থাকে, তবে কি বাথরুমেই ওজু করা যাবে? আর প্রয়োজনে সেখানে নামাজ আদায় করা সম্ভব কি না? শরিয়তের অবস্থান এ বিষয়ে কী? ইসলামে পরিচ্ছন্নতা শুধু স্বাস্থ্যবিধির অংশ নয়, বরং ঈমানের অঙ্গ। রাসুলুল্লাহ সা. বলেছেন, “পবিত্রতা ঈমানের অর্ধেক”। (সহিহ মুসলিম) কুরআনে আল্লাহ ঘোষণা করেছেন, “নিশ্চয়ই আল্লাহ তাওবা গ্রহণকারীদের ভালোবাসেন এবং তিনি পরিচ্ছন্নতা ভালোবাসেন”। (সুরা বাকারা: ২২২) ওজু তাই কেবল হাত-মুখ ধোয়া নয়, বরং এক আধ্যাত্মিক পরিচ্ছন্নতা। কিন্তু এই ইবাদত যদি নাপাকির জায়গায় সম্পন্ন হয়, তবে তার মর্যাদা প্রশ্নবিদ্ধ হয়। ফিকহবিদরা এ বিষয়ে...