তারুণের শক্তিতে চলছে বাংলাদেশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যে দেশের তরুণরা এগিয়ে তাদের কোন অগ্রযাত্রাকে কেউ থামাতে পারে না। আজ (১৫ সেপ্টেম্বর) সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, পথচলার সময়ে নানা চ্যালেঞ্জ আসবে তবে হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।বাংলাদেশের যুব সমাজ এগিয়ে আছে। তাই এই দেশের অগ্রযাত্রাকে থামিয়ে রাখা সম্ভব নয়। নানা খাতে চ্যালেঞ্জ আসা স্বাভাবিক তাই সবক্ষেত্রে নিজস্ব শক্তি দিয়ে তা মোকাবেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বেচ্ছাসেবা আর্তমানবতার কল্যাণেই সীমাবদ্ধ নয়, এটি আত্ম-উন্নয়ন, চরিত্র গঠন এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের আদর্শ মাধ্যম। তিনি আরও বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর নতুন বাংলাদেশ গড়ে...