যশোরের নাভারণ হাইওয়ে পুলিশের বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এতে করে আতংকে রয়েছেন বাস, ট্রাক, মাইক্রো, অটোরিকশা, নছিমন, করিমনসহ বিভিন্ন যানবাহনের চালকরা ও সাধারণ মানুষ। রাস্তায় দাঁড়িয়ে গাড়ির কাগজপত্র পরীক্ষার নামে এসব চাঁদাবাজি করা হচ্ছে। এছাড়া হাইওয়ে দিয়ে চলাচল করা দূরপাল্লার অনেক পরিবহনের সঙ্গে রয়েছে হাইওয়ে পুলিশের মাসিক চুক্তি। যেসব গাড়িতে চুক্তি নেই শুধু সেই গাড়িগুলো আটক করে মামলা দিচ্ছেন তারা, এমন অভিযোগ করেছেন অনেক চালক। এছাড়া যেসব যানবাহন ওই চুক্তির আওতায় পড়ে না, সেগুলো আটক করে মামলা দেওয়া যেন নিয়মে পরিণত হয়েছে। বেনাপোল-যশোর ও যশোর-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার কামারবাড়ি মোড়, নাভারণ বাজার, উলাশী বাজার, হাড়িখালী মোড়, জামতলা মবিল ফ্যাক্টরির সামনে ও বেনাপোল কাগজপুকুর এলাকায় প্রায় নিয়মিতই পুলিশ চেকপোস্ট বসায়। এ সময় তারা যানবাহন থামিয়ে চাঁদা আদায় করে বলে অভিযোগ...