আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের ডাকা অবরোধ কর্মসূচি সকাল থেকে তেমন কোনো প্রভাব না ফেললেও বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর রয়েছে। ভাঙ্গায় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও সকাল ১১ টার পর হঠাৎ আলগী ইউনিয়নের মহাসড়কে টায়ার জ্বালিয়ে রাস্তায় বসে পড়ে বিক্ষোভকারীরা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ পুরোপুরি বন্ধ হয়ে যায়। মহাসড়কের আলগী এলাকায় আন্দোলনকারীরা সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এদিকে, মহাসড়কের অবরোধস্থলের কাছাকাছি আইন শৃঙ্খলাবাহিনী...