১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ পিএম ১৭ বছর বয়সী তেজস্বী মনোজ এবার টাইম ম্যাগাজিনের ‘কিড অব দ্য ইয়ার ২০২৫’ নির্বাচিত হয়েছেন। তিনি প্রবীণদের অনলাইন প্রতারণার হাত থেকে রক্ষা করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন। এই কিশোরী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান এবং নিজের ৮৫ বছর বয়সী দাদার প্রতারণার শিকার হওয়ার অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে এই কাজটি শুরু করেছেন। তার এই উদ্যোগকে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিকভাবে খ্যাতিমান সাময়িকী টাইম। গত বছরের ফেব্রুয়ারিতে তেজস্বী স্কাউটিং আমেরিকা ক্যাম্প থেকে বাবার সঙ্গে বাড়ি ফিরছিলেন, পথে তিনি লক্ষ্য করেন, তাঁর দাদার ফোনে একাধিক মিসড কল এসেছে। পরে জানা যায়, তাঁর দাদাকে দূর সম্পর্কের এক আত্মীয়ের পরিচয় দিয়ে প্রতারক চক্র দুই হাজার ডলার চাওয়ার জন্য ই-মেইল পাঠিয়েছে। টাকা পাঠানোর আগে তেজস্বীর বাবা বিষয়টি জানতে...