ভারতের পশ্চিমবঙ্গের খড়্গপুরে বিজেপির রাজনীতিতে হঠাৎই আলোড়ন। শনিবার বিকালে দলীয় কার্যালয়ে যা ঘটেছে তার পর আর শুধু স্থানীয় রাজনীতি নয়, জেলা থেকে রাজ্য স্তর পর্যন্ত আলোচনা তুঙ্গে। খড়্গপুর ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা দাস প্রকাশ্যে নিজের দলের নেতা অশোক সিংহকে জুতা দিয়ে মারেন। মুহূর্তে তা ভিডিও হয়ে ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল—সবাই তাকিয়ে আছে। ঘটনাটি নিছক হাতাহাতি নয়, এর পেছনে রয়েছে দলের ভেতরের গভীর দ্বন্দ্ব, প্রভাব বিস্তারের লড়াই আর অভিযোগ-প্রত্যঅভিযোগের ঝড়। অভিযোগ উঠেছে, স্থানীয় এক ব্যক্তি ফুটপাথে চাউমিনের দোকান বসাতে চাইছিলেন। তার জন্য দশ হাজার টাকা দাবি করেছিলেন মমতা দাস। সেই অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আসল ব্যাপার অশোক সিংহের। তার কথায়, ‘অশোক সমাজবিরোধী। বিজেপির কেউই ওকে মানে না।’ অন্যদিকে অশোক দাবি করেছেন, ‘মমতা টাকার...