সাধারণত এ সময় মানুষের মন কোমল হয়ে উঠে। তাই বৃষ্টির দিনে প্রেম আর রোমান্স যেন স্বাভাবিকভাবে মানুষের জীবনে ঢুকে পড়ে। মনোবিজ্ঞানীদের মতে, বৃষ্টির দিনে আবহাওয়া ঠাণ্ডা হয়, আলো-আঁধারির পরিবেশ তৈরি হয় এবং প্রকৃতিতে এক ধরনের শান্তি নেমে আসে। এই শান্ত পরিবেশ মানুষের আবেগকে জাগিয়ে তোলে। মনে হয়, পৃথিবী যেন একটু থেমে গেছে, এমন মুহূর্তে ভালোবাসা প্রকাশ করার সেরা সময় হয়ে ওঠে। সিনেমা জগৎ বলিউড বা ঢালিউড যেখানেই চোখ রাখুন না কেন, বৃষ্টিকে বারবার রোমান্টিকতার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। শাহরুখ খানের কুচ কুচ হোতা হ্যায় থেকে শুরু করে যাব তক হ্যায় জান-প্রায় প্রতিটি সিনেমায় প্রেমকে দিয়েছে গভীরতা বৃষ্টির দৃশ্য। বাংলা সাহিত্যেও দেখা যায়, বৃষ্টি নিয়ে অসংখ্য প্রেমের কবিতা ও...