নিজস্ব প্রতিবেদক: নেপালে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় তিনজন নতুন মন্ত্রী নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। রোববার (১৪ সেপ্টেম্বর) তাদের নাম ঘোষণা করা হয় এবং সোমবার তাদের শপথ নেওয়ার কথা রয়েছে। নতুন নিয়োগ পাওয়া মন্ত্রীরা হলেন—সাবেক অর্থসচিব রমেশ্বর খানাল, খ্যাতিমান আইনজীবী ওম প্রকাশ আরিয়াল এবং নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক কুলমান ঘিসিং। রমেশ্বর খানাল হচ্ছেন নতুন অর্থমন্ত্রী। আইনজীবী ওম প্রকাশ আরিয়াল পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। কুলমান ঘিসিংকে জ্বালানি ও সেচ মন্ত্রণালয়ের পাশাপাশি অতিরিক্তভাবে নগর উন্নয়ন এবং অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথমে আরিয়াল সরকারে বাইরে থেকে সহায়তা করতে চাইলেও পরে মন্ত্রিত্ব গ্রহণে সম্মত হন। তিনি সম্প্রতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নেন। অর্থনীতিবিদ খানাল এর আগেও ওলি...