স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবীতে ফের আন্দোলনে নেমেছেন রাজধানী সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সোমবার বেলা সোয়া বারোটার দিকে তারা কলেজের সামনে রাস্তার দুই পাশ বন্ধ করে দেন। ফলে গুলশান-১ থেকে আমতলী হয়ে জাহাঙ্গীর গেট/মহাখালী অভিমুখী এবং বিপরীত দিকের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চালকদের বিকল্প সড়ক ব্যবহার করতে হবে। এ জন্য কয়েকটি ডাইভারশন রুট নির্ধারণ করা হয়েছে। উত্তরার দিক থেকে আসা যানবাহন যারা আমতলী হয়ে গুলশান-১ এর দিকে যেতে চান, তারা কাকলী মোড়ে বামে ঘুরে গুলশান-২ হয়ে গুলশান-১ (পুলিশ প্লাজা রুট) ব্যবহার করতে পারবেন। জাহাঙ্গীর গেট/মহাখালী থেকে আমতলী-গুলশান-১ এর দিকে আসতে চাওয়া যানবাহন সোজা উত্তরে গিয়ে বনানী কবরস্থানের সামনে ছোট যানবাহনের ইউটার্ন অথবা...