অস্ট্রেলিয়ার উপকূলে বসবাস করা প্রায় ১৫ লাখ মানুষ ঝুঁকির মুখে পড়বে। একটি জলবায়ু প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে সমুদ্রের উচ্চতা বেড়ে গিয়ে এ অঞ্চল ডুবে যেতে পারে। খবর বিবিসিঅস্ট্রেলিয়ার ফাস্ট ন্যাশনাল জলবায়ু ঝুঁকি মূল্যায়নের পূর্বাভাসে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ, খরা এবং দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগ আরও বাড়বে। জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী ক্রিস বোয়েন বলেন, অস্ট্রেলিয়া ইতোমধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমরা এমন সব পদক্ষেপ নিতে যাচ্ছি যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এর প্রভাব থেকে কিছু রক্ষা করবে।ওই প্রতিবেদনে বৈশ্বিক উষ্ণায়নের তিনটি চিত্র তুলে ধরা হয়েছে। যেখানে বলা হয়েছে, উষ্ণয়ন কোথাও ১.৫, ২ এবং ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অস্ট্রেলিয়াতে ইতোমধ্যে উষ্ণায়ন ১.৫ ডিগ্রি সেলসিয়ার বৃদ্ধি পেয়েছে। এতে...