নিজস্ব প্রতিবেদক: ভারতের তামিলনাড়ু রাজ্যে ঘটে গেল এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। মাত্র ৪০ বছর বয়সে, অফিসে ছুটি চেয়ে মেসেজ পাঠানোর মাত্র ১০ মিনিট পরেই মারা গেলেন শঙ্কর নামের এক ব্যক্তি। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং মানুষের মাঝে আতঙ্কও ছড়িয়ে দিয়েছে। ঘটনার দিন, স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে শঙ্কর তার ম্যানেজার কে ভি আইয়ারকে একটি মেসেজ পাঠান, যাতে তিনি লেখেন:“স্যার, তীব্র পিঠের ব্যথার কারণে আজ অফিসে আসতে পারছি না। অনুগ্রহ করে ছুটি মঞ্জুর করুন।”উত্তরে ম্যানেজার তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। কিন্তু মাত্র ১০ মিনিটের মাথায়, তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু ঘটে এই কর্মচারীর। সকাল ১১টার দিকে অফিসে পৌঁছায় তার মৃত্যুর খবর।...