নিউইয়র্ক সিটির মেয়র পদে জোহরান মামদানিকে সমর্থন দিয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল। গতকাল রোববার ডেমোক্রেটিক প্রার্থী মামদানিকে সমর্থন জানিয়ে হোচুল বলেন, ‘মামদানি এমন একজন নিবেদিত নেতা, যিনি নিউইয়র্ক সিটিকে সবার জন্য সাশ্রয়ী করতে দৃঢ়প্রতিজ্ঞ।’ মামদানিকে হোচুলের সমর্থন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, ৩৩ বছর বয়সী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মামদানি এবার রাজ্যের সবচেয়ে প্রভাবশালী ডেমোক্র্যাটের সমর্থন পেলেন। একই সঙ্গে চাপ বাড়ল অন্য শীর্ষ ডেমোক্র্যাটদের ওপর, যারা এখনো মামদানিকে প্রকাশ্যে সমর্থন দেননি। জোহরান মামদানির সঙ্গে গভর্নর ক্যাথি হোচুলের মতানৈক্য ছিল। গত জুনে মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে প্রাইমারিতে হারিয়ে সবাইকে চমকে দেওয়ার পরও হোচুল তাঁকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তবে নিউইয়র্ক টাইমসে গভর্নর হোচুল লিখেছেন, ‘গত কয়েক মাসে মামদানির সঙ্গে খোলামেলা আলোচনা করেছি। আমাদের মতভিন্নতা ছিল। তবে সেই আলোচনায়...