দেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ তরুণকে ইয়্যুথ অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই পুরস্কার প্রদান উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কারপ্রাপ্তদের পাঁচটি ক্যাটাগরিতে নির্বাচিত করা হয়। যুব উন্নয়ন ও কর্মসংস্থানে বিশেষ অবদানের জন্য সম্মানিত হয়েছেন বগুড়ার সুরাইয়া ফারহানা রেশমা, মাগুরার মো. আক্কাচ খান ও নোয়াখালীর মো. জাকির হোসেন। শিক্ষা, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও কারিগরি ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেয়েছেন ঝালকাঠির মো. খালেদ সাইফুল্লাহ এবং গাইবান্ধার মো. শাহাদৎ হোসেন। দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতা ক্যাটাগরিতে এবার পুরস্কৃত হয়েছেন পাবনার মো. দ্বীপ মাহবুব এবং রাজশাহীর হাসান শেখ। আদর্শ সেবা ও সমাজকল্যাণে অসাধারণ অবদানের জন্য সম্মানিত হয়েছেন লালমনিরহাটের মো. জামাল হোসেন, কক্সবাজারের নুরুল আবছার এবং রাজশাহীর মো. মুহিন...