সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কাও রয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।আরো পড়ুন:বৃষ্টি থাকবে আরো কয়েকদিন, কমবে তাপমাত্রাবৃষ্টিতে ভিজবে সারা দেশ আজ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও...