এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় পেলেও ম্যাচ-পরবর্তী আচরণে সমালোচনার মুখে পড়েছে ভারতীয় দল। রোববার দুবাইয়ে প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭ উইকেটে হারাল সূর্যকুমার যাদবের দল।১২৮ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে মাত্র ১৫.৫ ওভারে। তবে খেলার পর ঘটে ভিন্ন এক দৃশ্য। জয় নিশ্চিত করার পর ভারতীয় ক্রিকেটাররা সরাসরি ড্রেসিংরুমে ফিরে যান, পাকিস্তান দলের সঙ্গে কোনো করমর্দন বা সৌজন্য বিনিময় ছাড়াই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাকিস্তান দলের খেলোয়াড়রা হাত মেলানোর জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু ভারতীয় ক্রিকেটাররা দ্রুত ভেতরে চলে যান। এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। তিনি বলেন, ‘আমি বাকরুদ্ধ। এটি হতাশাজনক দৃশ্য। কী বলব বুঝতে পারছি না। ক্রিকেটকে রাজনীতির মাঠে টেনে আনবেন না। এটা কেবল একটা খেলা, এখানে সৌজন্য দেখানো উচিত। হাত মেলান,...