১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ পিএম সিরাজগঞ্জের চৌহালীতে বিভিন্ন ফলের গাছে ঝুলছে কালো বাদুড়। আর এতে চমকে উঠছে এলাকাবাসী। উপজেলার ১ একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত গাছের ফলের হলেও সেখানে এখন ফলের দেখা নেই। গাছজুড়ে রয়েছে শতাধিক বাদুড়। এসব বাদুড়ের নাম ফ্রুট ব্যাট বা উড়ন্ত বাদুড়। সোমবার সকালে উপজেলা খাষকাউলিয়া ইউনিয়নের পূর্ব পাড়া প্রবাসী রফিকুল ইসলামের বাগান বাড়ির গাছে গাছে এমন চিত্র দেখা গেছে। স্থানীয়রা বলেন উপজেলার অব্যবহৃত খামার জমিতে যে গাছগুলো রয়েছে সেখানে আগে অল্প সংখ্যক বাদুড় দেখা যেত। তবে এই বছরের সেপ্টেম্বর মাস থেকে তাদের সংখ্যা মাত্রারিক্ত বৃদ্ধি পেয়েছে। যা এখন হাজার ছাড়িয়ে যাচ্ছে। এদিকে কৃষকরা বলেন, বাদুড়েরা গাছের ফল খেয়ে এখানকার ফলের বাগান সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। বাদুড় ছাড়া কিছু দেখা...