নিজস্ব প্রতিবেদক: বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও সরকারের বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে নতুন করে শেয়ার কারসাজি ও অর্থপাচারের অভিযোগ উঠেছে। ব্যাংক ঋণ ব্যবহার করে শেয়ারবাজারে কারসাজির এই ঘটনায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিএসইসি জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অধীনস্থ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিবেদন হাতে পাওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে দেখা গেছে, সালমান রহমানের সঙ্গে যুক্ত আটটি কোম্পানি ও ৩৪ জন ব্যক্তি প্রায় ৬ হাজার ৭৯৭ কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করেছে। প্রাথমিক অনুসন্ধানে শেয়ার কারসাজির প্রমাণও পাওয়া গেছে। তদন্ত সূত্রে জানা গেছে, অস্তিত্বহীন বা কাগুজে কোম্পানির নামে বিভিন্ন ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ নেওয়া হয়, যার মধ্যে আইএফআইসি ব্যাংকও রয়েছে। তখন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন...