এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে হাত না মেলানো নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। টসে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে করমর্দন এড়িয়ে যান তিনি।পরে ৭ উইকেটের জয়ের পরেও ভারতীয় ক্রিকেটাররা সরাসরি ড্রেসিংরুমে ফিরে যান, কোনো সৌজন্য বিনিময় ছাড়াই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেন, ‘আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখানে শুধুই খেলতে এসেছি এবং সঠিক জবাব দিয়েছি। আমরা বিসিসিআই ও সরকারের সঙ্গে সমন্বয় রেখে এগিয়েছি। জীবনে কিছু বিষয় আছে যা খেলাধুলার চেতনার চেয়েও বড়। ’ তিনি আরও যোগ করেন, ‘আমরা পহেলগাঁও সন্ত্রাসী হামলার সকল শহীদ ও তাদের পরিবারের পাশে আছি। এই জয় আমরা উৎসর্গ করছি আমাদের সাহসী সেনাদের প্রতি, যারা অপারেশন সিন্ধুর-এ অংশ নিয়েছিলেন। তারা আমাদের অনুপ্রাণিত করে চলেছেন, আমরাও চাই সুযোগ পেলে তাদের অনুপ্রাণিত...