ঢাকা: অনেক কষ্ট আর সাধনার পর যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ পেয়েও শেষ পর্যন্ত যেতে পারছেন না হাজারো শিক্ষার্থী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে এই শিক্ষার্থীদের স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে। রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এবিসি নিউজ।ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত ১৯টি দেশের নাগরিকদের মধ্যে রয়েছেন বহু উচ্চশিক্ষা প্রত্যাশী তরুণ। দীর্ঘ সময়, প্রচুর অর্থ এবং শ্রম বিনিয়োগ করেও তারা এখন যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ হারাচ্ছেন।আফগানিস্তানের ২১ বছর বয়সী শিক্ষার্থী বাহারা সাঘারি এমনই একজন। তালেবানের নিষেধাজ্ঞার কারণে নিজের দেশে উচ্চশিক্ষা নেয়ার সুযোগ না পেয়ে তিনি যুক্তরাষ্ট্রের একটি কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু ট্রাম্পের নিষেধাজ্ঞার তালিকায় আফগানিস্তান থাকায় তারও স্বপ্ন থেমে গেছে।হতাশ সাঘারি বলেন, “যখন আপনি ভাবেন অবশেষে আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে, তখন হঠাৎ কিছু এসে যেন সবকিছু শেষ...