ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক ) হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে চারজনেরই মৃত্যু হয়েছে। গতকাল রাতে দুইজন এবং আজ সোমবার ভোরে আরও দুজনের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিএইচই) চিকিৎসাধীন অবস্থায় আজ দুজন মারা যায়। রাতে ও আজ মারা যাওয়া নবজাতকদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে ছিল। এরআগে গতকাল রোববার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার প্রিয়া (২৩) একসঙ্গে ৬ সন্তানের জন্ম দেন। নবজাতকগুলোর তিনটি ছেলে ও তিনটি মেয়ে। আজ সকালে প্রিয়ার ননদ ফারজানা আক্তার জানান, জন্ম নেওয়া ৬ নবজাতকের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলের এনআইসিইউতে এবং বাকিদের একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়। এরমধ্যে গত রাত থেকে আজ সকাল...