অধ্যাপক মাহবুব উল্লাহ একসময় ডাকসাইটে ছাত্রনেতা ছিলেন। বামপন্থি ছাত্র সংগঠন পূর্ববাংলা ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে ঊনসত্তরের গণঅভ্যুত্থানে পালন করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ষীয়ান শিক্ষক। ফলে এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনস্তত্ত্ব অনুধাবন করা তার পক্ষে অনেকটাই সহজ। তিনি শিবিরের বিজয়ের যে দুটি বিশেষ কারণ উল্লেখ করেছেন, তা অত্যন্ত গুরুত্ববহ। প্রথমত. শিবির সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রচারণা চালিয়েছে, দ্বিতীয়ত. তারা তাদের আচরণের দ্বারা সাধারণ শিক্ষার্থী-ভোটারদের মন জয় করে নিয়েছে। আমরা যদি জাতীয়তাবাদী ছাত্রদলের ভেতরে এ দুটি বিষয় অনুসন্ধান করি, তাহলে হতাশই হতে হবে। কারণ, ছাত্রদলের প্রচারণা সীমাবদ্ধ ছিল সমাবেশ ও মিছিল-স্লোগানে। তারা ভোটারদের মন জয় করার কোনো চেষ্টাই করেনি। তদুপরি অভ্যন্তরীণ কোন্দল তাদের বিপর্যয়ের জন্য অনেকাংশে দায়ী, এমন মন্তব্যও করছেন অনেকে। প্যানেল মনোনয়ন নিয়ে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক ও বিএনপির...