বাংলাদেশি প্রবাসীদের অধিকার রক্ষায় সুইডেনের স্টকহোমে এক সেমিনার ও মতবিনিময় সভা হয়েছে। সম্প্রতি মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) সুইডেন শাখার উদ্যোগে স্টকহোমের কিস্তা ট্রাফ কনফারেন্স হলে এ সেমিনার ও মতবিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সভায় সভাপতিত্ব করেন এইচআরপিবি সুইডেন শাখার সভাপতি গোলাম রাব্বানী। সভা পরিচালনা করেন ফখরুদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মহিবুল খান। সভায় প্রবাসীরা বাংলাদেশে ভ্রমণের সময় বিভিন্ন ক্ষেত্রে তাদের অধিকার লঙ্ঘনের বিষয় এবং প্রতিকার না পাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে আলোকপাত করেন। সভায় বক্তব্য রাখেন সুইডেন প্রবাসী মীর মুরতাজ হোসেন, হেলাল উদ্দিন, সালেহ রহমান, আইনুল হক ও এম খুরশের আলম চৌধুরী। সভায় অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, হাজার হাজার প্রবাসীরা...