১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ পিএম টেলিভিশনের সবথেকে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে 'এমি অ্যাওয়ার্ডস' বিশ্বব্যাপী স্বীকৃত। প্রতি বছর ন্যাশনাল একাডেমী অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস এটি প্রদান করে থাকে। ছোটপর্দার সবচেয়ে বড় এই অ্যাওয়ার্ড শো-এর ৭৭তম আসর গত ১৪ সেপ্টেম্বর বসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে। কৌতুকাভিনেতা নেট বারগ্যাটজি সঞ্চালিত অনুষ্ঠানে ড্রামা, কমেডি ও লিমিটেড সিরিজের সেরা কাজগুলোকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় সিবিএস চ্যানেল এবং প্যারামাউন্ট+ এ স্ট্রিমিংয়ে। নিচে এমি অ্যাওয়ার্ডস ২০২৫-এর বিজয়ীদের সম্পূর্ণ তালিকা— সেরা গল্প ভ্যারাইটি সিরিজলাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার সেরা লাইভ ভ্যারাইটি স্পেশালস্যাটারডে নাইট লাইভ ৫০তম বার্ষিকী স্পেশাল ড্রামা সিরিজে সেরা অভিনেত্রীব্রিট লোয়ার – সেভারেন্স লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ/মুভিতে সেরা অভিনেতাস্টিফেন গ্রাহাম – অ্যাডোলেসেন্স লিমিটেড বা...