১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম চকরিয়ায় অনুমোদন বিহীন বেসরকারি হাসপাতালে নার্স কর্তৃক খৎনা করায় একটি শিশুর জীবন সংকটাপন্ন হয়ে পড়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভ্রাম্যমাণ আদালত এভারগ্রীণ হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। একই অভিযানে প্যাথলজি, ডেন্টাল সেন্টার ও ফার্মেসিকে আরও ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে একজন দালালকে গ্রেফতার করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রবিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রূপায়ণ দেব এর নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, সরকারি লাইসেন্স/ অনুমোদন না থাকা এবং পরিবেশ ছাড়পত্র ছাড়া অব্যবস্থাপনার মাধ্যমে চিকিৎসাসেবা কার্যক্রম চালানোর দায়ে জিদ্দাবাজার এলাকার এভারগ্রীন হাসপাতালকে ৫০ হাজার টাকা, সরকারি হাসপাতাল সড়কের ল্যাব...