গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সালিশ বৈঠকের সময় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ওসি, এসআই ও চার পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার রাতে টুঙ্গিপাড়া উপজেলার ‘পৌর মাল্টিপারপাস’ মার্কেটের সামনে এ সংঘর্ষ ঘটে বলে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন জানিয়েছেন। আহতরা টুঙ্গিপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এলাকাবাসী বলছে, গত ১২ সেপ্টেম্বর টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে ডাব বেচাকেনা নিয়ে শ্রীরামকান্দি গ্রামের ডাব বিক্রেতা মো. হামজা ও পাটগাতী সরদারপাড়া এলাকার ক্রেতা জিয়ারুল মোল্লার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। ওই ঘটনার জেরে দুই গ্রামের মুরব্বিদের নিয়ে রোববার বিকালে পৌর মাল্টিপারপাস মার্কেটে সালিশ ডাকা হয়। সন্ধ্যার দিকে সালিশ চলার সময়ে মার্কেটের বাইরে দুই গ্রামের লোকজন জড়ো হন। এক পর্যায়ে মাইকে ঘোষণা...