ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার রনি ব্যাপারী জানান, ঢাকা থেকে দক্ষিণবঙ্গগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, হঠাৎ করে আন্দোলনকারীরা সড়ক অবরোধ শুরু করায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিভাগীয় ও জেলা সদর থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিপিএনসহ এক হাজারের বেশি সদস্য প্রস্তুত রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। একই তথ্য নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান বলেন, সকাল পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু বেলা ১১টার দিকে হঠাৎ করে আন্দোলনকারীরা অবরোধ শুরু...