শ্রেণিকক্ষে পাঠদানের জটিল বিষয়গুলোকে সহজ ও সৃজনশীলভাবে উপস্থাপনের লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইলে “আইডিয়া ফেয়ার ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে গুড নেইবারস বাংলাদেশ-ঘাটাইল সিডিপির আয়োজনে এবং ইউনেস্কো হামদান প্রাইজ প্রজেক্টের অধীনে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে বিজ্ঞান, গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা স্টল ও প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাইদ। গুড নেইবারস বাংলাদেশ-ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, গুড নেইবারস বাংলাদেশ-ঘাটাইল সিডিসির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খান, উইজডম ভ্যালির প্রধান শিক্ষক মো. কামাল হোসেন এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুর রহমান তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশের এডুকেশন...